• সিউড়িতে বকুল, আম, নিম, চন্দনের গাছ লাগাচ্ছে পুরসভা ও প্রশাসন
    বর্তমান | ১৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: অন্য শহরের তুলনায় বীরভূম জেলার সদর শহর সিউড়িতে গাছের সংখ্যা কম। একের পর এক আবাসন গড়ে উঠছে। জনসংখ্যা অত্যধিক হারে বাড়ছে। একথা মাথায় রেখে রাজ্য সরকারের বনমহোৎসব কর্মসূচিতে শহরে দেশীয় গাছ লাগাতে উদ্যোগী হল প্রশাসন ও পুরসভা। মঙ্গলবার থেকে শহরে চন্দন, আম, নিম, বকুল-এসব গাছের চারা রোপণ শুরু হয়েছে।


    এদিন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক, মহকুমাশাসক (সদর) সুপ্রতীক সিনহা, চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, সিএমওএইচ হিমাদ্রি আড়ি একাধিক জায়গায় গাছ লাগান। হাসপাতাল চত্বর, ভগৎ সিং পার্ক এলাকায় পাঁচশোর বেশি চারাগাছ লাগানো হয়। পুরো বর্ষাকালজুড়েই এই কর্মসূচি চলবে। চেয়রাম্যান বলেন, মুখ্যমন্ত্রী গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। আমরা সারা শহরজুড়েই গাছ লাগাতে শুরু করেছি। হাসপাতাল চত্বরের ফাঁকা জায়গায় বেশ কিছু গাছ লাগানো হল। এবার শহরের বিভিন্ন অংশে বৃক্ষরোপণ হবে। শহরের মানুষের কাছে এসব গাছ রক্ষণাবেক্ষণ করার অনুরোধ রাখছি। গাছ থাকলে শহরের তাপমাত্রা অনেকটা কমবে। আশা করি, সবাই এই কাজে এগিয়ে আসবেন। সারা বর্ষাকালজুড়েই বৃক্ষরোপণ চলবে।
  • Link to this news (বর্তমান)