• নেপাল সীমাম্তে মাদক পাচারের সময় গ্রেপ্তার শিলিগুড়ির দুই যুবক
    বর্তমান | ১৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, নকশালবাড়ি: সীমান্ত ব্যবহার করে মাদক পাচারের আগেই ধরা পড়ে গেল তিন যুবক। সোমবার রাতে দু’টি পৃথক ঘটনায় খড়িবাড়ি থেকে তিন যুবককে গ্রেপ্তার করে পুলিস। এরমধ্যে দু’জনই শিলিগু঩ড়ির আশিঘরের বাসিন্দা।


    সোর্স মারফত খবর পেয়ে খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিস নেপাল সীমান্তের কোয়ার্টার মোড় এলাকায় অভিযান চালায়। সন্দেহজনক হওয়ায় একটি স্কুটারে থাকা দুই যুবককে আটক করে তল্লাশি চালায় পুলিস। দু’জনের কাছ থেকে প্যাকেটবন্দি প্রায় ৫৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এরপরই মাদক সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম বিশাল সাহা ও রজত সাহা। তারা শিলিগুড়ির আশিগড়ের বাসিন্দা। শিলিগুড়ি থেকে পানিট্যাঙ্কি হয়ে নেপালে পাচারের উদ্দেশ্য ছিল তাদের। তবে তারা মাদক কোথা থেকে পেয়েছে তা নিয়ে পুলিস তদন্ত শুরু করেছে।


    ৯ জুলাই ভারত-নেপাল সীমান্তের খড়িবাড়ির উত্তর রামধনজোতে এসএসবির অভিযানে এক কেজি ৭৩০ গ্রাম ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের রহমত শেখ নামের এক যুবককে গ্রেপ্তার হয়। ওই ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে খড়িবাড়ি থানার পুলিস পানিট্যাঙ্কি থেকে এক যুবককে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম গৌতম বর্মন। সে ওই এলাকার বাসিন্দা। পুলিসের এক আধিকারিক বলেন, এ ঘটনায় মুর্শিদাবাদের যুবক মাদকের কনসাইন্টমেন্ট পানিট্যাঙ্কির যুবককে দিতে এসেছিল, যা জিজ্ঞাসাবাদ হেফাজতে থাকা ধৃত যুবক পুলিসকে জানায়। সেই সূত্র ধরে পানিট্যাঙ্কির যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সীমান্ত এলাকাকে টার্গেট করে মাদক পাচারের রমরমা হওয়ায় চিন্তায় পুলিস। 
  • Link to this news (বর্তমান)