নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুনানি চলাকালীন বিচারক অসুস্থ বোধ করায় মুলতুবি হয়ে গেল রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলার বিচার। মঙ্গলবার কলকাতা বিচারভবনে নগর দায়রা আদালতে ছিল এই মামলার শুনানি। এক সাক্ষীর সাক্ষ্য চলার সময় বিচারক অসুস্থবোধ করেন এবং এজলাস ছেড়ে চেম্বারে চলে যান বলে আদালত সূত্রে খবর। ওই সাক্ষীর সাক্ষ্য অসমাপ্ত থাকে। ১৮ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এদিকে, এদিন আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল এই মামলার অন্যতম সাক্ষী প্রিয়াঙ্কা টোডির। এই মর্মে তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সমনও জারি করা হয়। কিন্তু এদিন তিনি গরহাজির ছিলেন। প্রসঙ্গত, এই মামলায় এখনও পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মোট ৩৩ জন।