• বাথরুমের জানালা ভেঙে চুরির ঘটনায় ধৃত ১, উদ্ধার সোনা
    বর্তমান | ১৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাথরুমের জানালা ভেঙে চুরির ঘটনার কিনারা করল বিমানবন্দর থানার পুলিস। একজনকে গ্রেপ্তার করে চুরি হওয়া সোনার গয়না উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেই গয়না পরিবারের হাতে ফেরানোও হয়েছে। পুলিস জানিয়েছে, গত মে মাসে বিমানবন্দর থানার অর্ন্তগত ওই পরিবারটি বহরমপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। ফিরে দেখেন, বাড়ির পিছনের বাথরুমের জানালা ভাঙা। ঘরের আলমারির জিনিসপত্র ছড়ানো অবস্থায়। দেখেন, সোনার গয়না নেই। তারপরই বিমানবন্দর থানার দ্বারস্থ হয়েছিল পরিবারটি। অবশেষে দু’দিন আগে চুরির কিনারা করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)