• জাতীয় সড়কে সিভিক ভলান্টিয়ারকে পিষে দিল বেপরোয়া গাড়ি, পলাতক চালক
    এই সময় | ১৭ জুলাই ২০২৪
  • ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার মহিলা সিভিক ভলান্টিয়ার। বুধবার ঘটনাটি ঘটেছে কোলাঘাটের হলদিয়া মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম মধুমিতা ভৌমিক (২৯)।জানা গিয়েছে, এদিন ডিউটি সেরে সকালে বাড়ি ফিরছিলেন মধুমিতা। সেই সময় কলকাতাগামী একটি গাড়ি দ্রুত গতিতে এসে মহিলাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কোলাঘাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। একইসঙ্গে আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকে। গাড়ি চালক পলাতক। ওই সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খোঁজ করা হচ্ছে ঘাতক গাড়িটির চালকের।

    কান্নায় ভেঙে পড়েছেন মধুমিতা ভৌমিকের পরিবার। প্রতিদিন আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রাণপাত করতেন পরিবারের মেয়ে। পরিবারের দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। বেপরোয়া গতির গাড়ি তাঁদের পরিবারের মেয়ের প্রাণ কেড়ে নেবে, তা মেনে নিতে পারছেন না মধুমিতার পরিবার। জানা গিয়েছে, উলটো রথের দায়িত্বে ছিলেন মধুমিতা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

    ঘাতক গাড়িটি কার? তা নম্বর প্লেট দেখে খোঁজ করার চেষ্টা করছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল? কী ভাবে এই দুর্ঘটনা ঘটল? সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়ির চালকের খোঁজ করা হচ্ছে পুলিশের তরফে।

    স্থানীয়দের দাবি, ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাটে বড়সড় দুর্ঘটনা ঘটে গতির কারণে। স্থানীয়রা জানাচ্ছেন, তাঁরা বারবার গতি নিয়ন্ত্রণের দাবি করেছেন। কিন্তু, তা কার্যকর হয়নি। ওই এলাকায় আরও বেশি করে পুলিশি নজরদারির দাবি করেছেন স্থানীয়রা।

    উল্লেখ্য, গতি নিয়ন্ত্রণ এবং পথ নিরাপত্তার জন্য রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ উল্লেখযোগ্য। বিভিন্ন পথসভা থেকে শুরু করে পোস্টারের মাধ্যমের সচেতনতা প্রচার চালানো হচ্ছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও চালানো হচ্ছে প্রচার। এই ধরনের দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে পর্যাপ্ত সচেতন হতে হবে বলেই মতামত বিশেষজ্ঞদের।

    চলতি বছর এপ্রিল মাসেই কোলাঘাটে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর এক যুবককে পিষে দেয় একটি বাস। বাসের একাধিক যাত্রী এই দুর্ঘটনায় জখম হন। বর্ধমান-ইটাবেড়িয়া রুটের একটি যাত্রীবাহী বাস ইটাবেড়িয়ার দিকে যাচ্ছিল। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে পিষে দেয়। এই ঘটনার সিসিটিভি ফুটেজে চমকে উঠেছিলেন এলাকাবাসী।
  • Link to this news (এই সময়)