• একই মুদ্রার দুটি দিক, কোনটি সামলাবে প্রশাসন !
    আজকাল | ১৭ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলার ১২ নম্বর জাতীয় সড়কে ক্রমবর্ধমান দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মঙ্গলবার জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে সামশেরগঞ্জ ডাকবাংলো এলাকায় চালু হয়েছে অটোমেটিক ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা। মঙ্গলবার এই ব্যবস্থার উদ্বোধনে জেলা পুলিশের কর্তাদের সঙ্গে হাজির ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। অনুষ্ঠান পর্বে তিনি নিজে হাতে হেলমেটবিহীন বাইক চালকদের হাতে তুলে দিয়েছিলেন নতুন হেলমেট।

    গোটা বিষয়টি নিয়ে সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বলেন,"২১ জুলাইয়ের প্রস্তুতি সভার অঙ্গ হিসেবে আজকের বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এই র‍্যালিতে প্রায় পাঁচ হাজার বাইক অংশগ্রহণ করেছিল।" তিনি দাবি করেন," আমাদের র‍্যালিতে দলের যে সমস্ত কর্মীরা অংশগ্রহণ করেছিল তাদের সবাইকেই আমি হেলমেট পড়ে অংশগ্রহণ করতে বলেছিলাম। কিন্তু কিছু পথচলতি বাইক আরোহী বিনা হেলমেটে মোটরসাইকেল নিয়ে আমাদের র‍্যালিতে ঢুকে গিয়েছিল। 
  • Link to this news (আজকাল)