আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়তেই বাড়ছে অস্বস্তি। তাই ফের দক্ষিণবঙ্গ থেকে মুখ ফেরাল বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে মৌসুমী অক্ষরেখা ক্রমেই সরে যাচ্ছে বাংলা থেকে। ফরে বৃষ্টির পরিমান কমছে। বৃষ্টি না হওয়ার জেরে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা।
শুক্রবার যদি নিম্নচাপটি তৈরি হয় তবে কলকাতার পাশাপাশি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলিতেও। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। তবে হালকা বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে। হাওয়া অফিস জানিয়েছে টানা বৃষ্টির সম্ভাবনা এখন নেই বললেই চলে।