আজকাল ওয়েবডেস্ক: ফের শহরে আক্রান্ত কলকাতা পুলিশের কর্মী। শোভাবাজারে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের কর্মী দেবাশীষ মন্ডল। শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহলদারি চলে প্রতিদিন । বড়তলা থানা এলাকায় বুধবার সকালে নজরদারি চালানোর সময় এক মদ্যপ ব্যক্তিকে বচসায় জড়িয়ে যেতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মী। ঘটনা দেখে সেই মদ্যপ ব্যক্তিকে আটক করতে গিয়েই আক্রান্ত হতে হল পুলিশ কর্মী দেবাশীষ মন্ডলকে। মদ্যপের মারে মাথা ফেটে যায় ওই পুলিশকর্মীর। কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগে ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে বড়তলা থানার পুলিশ। প্রসঙ্গগত, বুধবার, সকাল সাড়ে পাঁচটার সময় দুই পুলিশকর্মীর রুটিন টহলদারিতে বের হলে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রাহুল দাস। কর্তব্যরত পুলিশ কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহত পুলিশ কর্মী স্থিতিশীল রয়েছেন।