আজকাল ওয়েবডেস্ক: নারদ কেলেঙ্কারি নিয়ে ফের সক্রিয় হল সিবিআই। নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে ২৯ জুলাই বেঙ্গালুরুর সিবিআই অফিসে তাঁকে আসতে বলা হয়েছে।
স্যামুয়েলকে একটি নোটিশ দিয়েছে সিবিআই। সেখানে বলা হয়েছে, ২০ জুলাই তাঁকে হাজির থাকতে হবে। বেশকিছু নথি এবং তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে ফের তাঁকে তলব করা হয়েছে বলেই খবর। তবে এবারেও তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছে দিয়েছেন নারদকর্তা। তিনি জানিয়েছেন, আমেরিকার নির্বাচনের খবর করতে তিনি সেখানে রয়েছেন। ২৯ জুলাই আমেরিকাতেই থাকবেন তিনি। তাঁর সেদিন তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। দেশে ফেরার পর তিনি হাজিরা দিতে পারেন।
প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা ভোটের আগে সামনে আসে নারদ কাণ্ড। নারদের গোপন ভিডিওতে দেখা যায় নেতা-নেত্রী-পুলিশ অফিসারদের টাকা নিতে। আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই।