রাজ্যপাল সম্পর্কে কোনও কুকথা নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের...
আজকাল | ১৭ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রসঙ্গে কোনও মানহানিকর বা ভুল মন্তব্য নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-সহ রাজ্যের আরও বাকি তিন তৃণমূল নেতা-নেত্রীকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী ছাড়া বাকি তিনজন হলেন দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার এবং দলের নেতা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও এই নির্দেশ দিয়েছেন।
যেহেতু এই মামলার রায়দান হয়নি তাই আগামী ১৪ আগস্ট পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছে আদালত।