• রেল গেট পড়ার সময় জোর করে পারাপার? হতে পারে জেল-জরিমানা
    এই সময় | ১৭ জুলাই ২০২৪
  • লেভেল ক্রসিংয়ের গেট পড়ার সময় বা পড়ে গেলে লাইন পারাপার না করার জন্য বারেবারেই সাধারণ মানুষকে আবেদন জানাচ্ছে পূর্ব রেল। আর রেলওয়ে আইন অনুসারে, লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হওয়ার সময় বা বন্ধ হওয়ার পর প্রবেশ করলে সেটি যে শাস্তিযোগ্য অপরাধ, এবার তাও জানিয়ে দেওয়া হল রেলের পক্ষ থেকে। এক্ষেত্রে রেলওয়ে আইনের কোন ধারায় কী শাস্তি রয়েছে সেটিও স্পষ্ট করে জানিয়ে দিল রেল।রেলওয়ে আইন ১৯৮৯-এর ধারা ১৪৬ অনুসারে যদি কোনও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনও রেল কর্মচারীকে তাঁর দায়িত্ব পালনে বাধা দেন বা বাধা দেওয়ার চেষ্টা করেন, তবে তাঁকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় সাজাই দেওয়া হতে পারে। ১৪৭ নম্বর ধারা অনুযায়ী যদি কোনও ব্যক্তি রেলওয়ের অংশে অবৈধভাবে প্রবেশ করেন বা প্রবেশ করে সেই সম্পত্তির অপব্যবহার করেন কিংবা ছাড়তে অস্বীকার করে, তবে তাঁকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানা কিংবা উভয়েই হতে পারে।

    এদিকে ১৫৪ নম্বর ধারা অনুযায়ী যদি কোনও ব্যক্তি তাড়াহুড়ো করেন বা অবহেলার সঙ্গে কোনও কাজ করেন, অথবা যা করতে তিনি আইনত বাধ্য তা বাদ দেন, এবং তার ফলে রেলপথে ভ্রমণ করা কোনও ব্যক্তির নিরাপত্তা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলেও তা শাস্তিযোগ্য হবে। এক্ষেত্রেও এক বছর পর্যন্ত কারাদণ্ড, বা জরিমানা কিংবা উভয়ই হতে পারে।

    ১৬০ নম্বর ধারা অনুযায়ী যদি কোনও রেলওয়ের কর্মচারী বা এই জন্য অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ লেভেল ক্রসিংয়ের উভয় পাশে থাকা গেট বা চেইন খোলেন, তাহলে তাঁকেও কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। এক্ষেত্রে ৩ বছর পর্যন্ত হতে পারে কারাদণ্ডের মেয়াদ। আবার ১৬১ নম্বর ধারা অনুযায়ী কোনও ব্যক্তি যদি কোনও যানবাহনের চালনা বা নেতৃত্বে কোনও মানহীন লেভেল ক্রসিং অতিক্রম করেন, তাহলেও তাঁকে এক বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে।

    উল্লেখ্য, সম্প্রতি খড়দহ স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের গেট পড়ার সময় একটি চারচাকার গাড়ি ঢুকে পরে। কিন্তু গাড়িটি পুরোপুরি লাইন পারাপারেই আগেই পড়ে যায় অপর প্রান্তের গেট। সেই সময় ওই লাইনে ছুটে আসছিল হাজারদুয়ারি এক্সপ্রেস। সেই ট্রেনের ধাক্কা লাগে গাড়িটির পিছনের অংশে। হতাহতের কোনও ঘটনা না ঘটলেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
  • Link to this news (এই সময়)