এপাং-ওপাং-ঝপাং, গেরুয়া শিবির থেকে ঘাসফুল শিবিরে ঝাঁপ নেতার, পঞ্চায়েত হাতে এল তৃণমূলের ...
আজকাল | ১৮ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: যাকে বলে 'ডিসাইডিং ফ্যাক্টর'। গেরুয়া শিবির থেকে ঘাসফুল শিবিরে ঝাঁপ দিলেন এই সদস্য। সংখ্যাতত্ত্বের বিচারে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। হাতে চলে এল গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েত।
জেলা সভাপতি বলেন, 'ফুলসরা গ্রাম পঞ্চায়েত আমরা দখল করলাম। আগামীদিনে বিজেপির দখলে থাকা আরও তিনটি পঞ্চায়েতের বিজেপি সদস্যরাও আমাদের দলে আসবেন। তাঁরা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন।' স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, অর্থের বিনিময়ে ওই সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন।