• এপাং-ওপাং-ঝপাং, গেরুয়া শিবির থেকে ঘাসফুল শিবিরে ঝাঁপ নেতার, পঞ্চায়েত হাতে এল তৃণমূলের ...
    আজকাল | ১৮ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: যাকে বলে 'ডিসাইডিং ফ্যাক্টর'। গেরুয়া শিবির থেকে ঘাসফুল শিবিরে ঝাঁপ দিলেন এই সদস্য। সংখ্যাতত্ত্বের বিচারে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। হাতে চলে এল গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েত। 

    গত পঞ্চায়েত নির্বাচনে উত্তর ২৪ পরগণার এই গ্রাম পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে ১১টি পায় তৃণমূল। একটি নির্দল ও ১২টি আসন পায় বিজেপি। জয়ী নির্দল সদস্য যোগ দেন তৃণমূলে। সমান সমান হয় তৃণমূল ও বিজেপির আসন। টসে জিতে পঞ্চায়েত প্রধান পদটি পায় বিজেপি। উপপ্রধানের পদটি পায় তৃণমূল। কিন্তু বুধবার বনগাঁ জেলা তৃণমূলের অফিসে গিয়ে বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাশের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন পাঁচপোতা ঢাকাপাড়া ১২৮ নম্বর পার্টের বিজেপির পঞ্চায়েত সদস্য হরষিত বিশ্বাস এবং তাঁর যোগদানের সঙ্গে সঙ্গে পঞ্চায়েত চলে গেল তৃণমূলের হাতে।‌  শিবির বদলানোর ব্যাখ্যায় হরষিত দাবি করেছেন, কাজ করার জন্য তিনি তৃণমূলে যোগ দিলেন।

    জেলা সভাপতি বলেন, 'ফুলসরা গ্রাম পঞ্চায়েত আমরা দখল করলাম। আগামীদিনে বিজেপির দখলে থাকা আরও তিনটি পঞ্চায়েতের বিজেপি সদস্যরাও আমাদের দলে আসবেন। তাঁরা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন।'

    স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, অর্থের বিনিময়ে ওই সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন।
  • Link to this news (আজকাল)