• শুভেন্দুর 'সব কা সাথ...' মন্তব্য বিতর্ক: শমীকের দাবি, 'আবেগ থেকে বলেছেন...'
    আজ তক | ১৮ জুলাই ২০২৪
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'সব কা সাথ, সব কা বিকাশ' স্লোগান বন্ধ করার কথা বলে হইচই ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বাংলায় বিজেপি মুসলিম ভোট না পাওয়ায় বিরোধী দলনেতা সাফ বলেছেন, 'সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই।' বঙ্গ বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা শুভেন্দুর এহেন মন্তব্য নিয়ে বুধবার সরগরম রাজ্য রাজনীতি। শোরগোল পড়তেই নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন শুভেন্দু। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের মন্তব্যে রীতিমতো ড্যামেজ কন্ট্রোলে নামতে হল রাজ্য বিজেপিকে। সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বললেন, 'আমাদের রাজনীতি ১৪০ কোটি মানুষকে নিয়েই। শুভেন্দু আবেগ থেকে বলেছেন। তিনি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।'

    ঠিক কী ঘটেছে? 

    বুধবার ছিল রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক। কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে সেই বৈঠকে ছিলেন কেন্দ্রের নেতারা। তাঁদের সামনেই এদিন শুভেন্দু বলেন, 'আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন সব কা সাথ, সব কা বিকাশ। আর বলব না।' এরপরেই বিরোধী দলনেতা বলেন, 'বলব যো হমারি সাথ, হাম উনকা সাথ। সব কা সাথ, সব কা বিকাশ বন্ধ করো। সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই।'

    পরে সাংবাদিক বৈঠকেও শুভেন্দু বলেন, 'আমাদের সঙ্গে যে থাকবে, আমরা তাঁদের সঙ্গে থাকব। সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই।'

    যদিও পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন শুভেন্দু। বলেন, 'এই স্লোগান (সব কা সাথ, সব কা বিকাশ) প্রধানমন্ত্রীর, থাকবে স্লোগান। বিজেপির সদস্য হিসাবে যন্ত্রণা থেকে বলেছি যে, যারা বিজেরির সঙ্গে থাকবে না, তাদের সঙ্গে থাকব না। এটা রাজনৈতিক বক্তব্য। এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানের কোনও সম্পর্ক নেই। সরকার আর রাজনীতি, দুটো আলাদা।' এই নিয়ে এক্স হ্যান্ডলে পোস্টও করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু আরও বলেছেন, 'বিজেপি কর্মী হিসাবে বলেছি। এটা সত্য, সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছেন। মুসলিমরা ভোট দেননি। এতে এই স্লোগানের কোনও সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত, যে আমার সাথে আছে আমি তার সাথে আছি।'

    শুভেন্দুর মন্তব্য নিয়ে শোরগোল পড়তেই সাংবাদিক বৈঠক করেন শমীক। তিনি বলেন, '১৪০ কোটি মানুষকে নিয়ে রাজনীতি। যে মুসলমানরা এই দেশকে নিজেদের দেশ বলে মনে করেন, তাঁরা আমাদের ভোট দিন বা না দিন, নরেন্দ্র মোদী তাঁদের আর্থ সামাজিক উন্নতির জন্য কাজ করবেন।' এরপরেই শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে শমীক বলেন, 'শুভেন্দু আবেগ থেকে বলেছেন, পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।'
     
  • Link to this news (আজ তক)