সংবাদদাতা, শান্তিনিকেতন: লাভপুরের জনবহুল বিরামমন্দির পল্লিতে সেনা জওয়ানের বাড়িতে কেউ না থাকার সুযোগে বুধবার ভরদুপুরে চুরির ঘটনা ঘটল। পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’লক্ষ টাকা নগদ ও বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে তিন দুষ্কৃতী। এমনকী চুরির পর প্রতিবেশীরা তাদের বেরতে দেখে ধাওয়া করলেও আটকাতে পারেননি। বাইকে করে তীব্র গতিতে পালিয়ে যায়। দিনে দুপুরে এমন দুঃসাহসিক চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লাভপুর থানার পুলিস। তারা ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সেনা জওয়ান শুভেন্দু লাহার বাড়ি বিরামমন্দির পল্লিতে। সেখানে তাঁর বাবা, মা, স্ত্রী ও দুই ছেলে থাকেন। তাঁদের গ্রামের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। বুধবার সকালে গ্রামের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পরিবারের সকলে। সেই সুযোগে এদিন দুপুরে বাড়িতে আসে তিনজন। সেনা জওয়ানের বাড়ির পাশেই রয়েছে তাঁর দিদির বাড়ি। এদিন দুপুরে বাড়ির মধ্যে অস্বাভাবিক শব্দ শুনতে পান তাঁরা। তারপরই জওয়ানের দিদি দেখতে পান, ভাইয়ের বাড়ি থেকে দু’জন যুবক বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন তারা চোর। তারপরই তিনি চোর চোর বলে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা বেরিয়ে এসে চোরেদের বেশ কিছুক্ষণ ধাওয়া করে। কিন্তু বাইকে করে তারা পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা বলেন, দু’জন চোর বাড়ির মধ্যে ঢুকেছিল। অন্য একজন কিছুটা দূরে গলির মধ্যে বাইকে অপেক্ষা করছিল। তবে দিনেরবেলায় ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে এমন চুরির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
কিছুদিন আগেই পার্শ্ববর্তী কীর্ণাহার থানার বাজার এলাকায় একইভাবে চুরির ঘটনা ঘটেছিল। তাই দুই ক্ষেত্রেই একই চোরের দল জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিস।