আজ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, আগামিকাল থেকে একটানা ভারি বর্ষণের পূর্বাভাস ...
আজকাল | ১৮ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সকালে চড়া রোদে গলদঘর্ম দশা হলেও, বেলা গড়ালে স্বস্তির আবহাওয়া থাকবে জেলায় জেলায়। বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণ কমলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল, শুক্রবার থেকে একটানা ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে উপকূলের জেলাগুলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারি বৃষ্টি হতে পারে। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারি বৃষ্টির সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত ভারি বৃষ্টি চলবে। কলকাতায় আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে। ফের শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত দুর্যোগ চলবে।