ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে নাম আরাত্রিকার...
আজকাল | ১৮ জুলাই ২০২৪
মিল্টন সেন, হুগলি: এক মিনিটে বৈধ ৪৮০ টা পাঞ্চ। মার্শাল আর্টের জগতে অনন্য নজির মাত্র সাত বছর বয়সেই। নতুন রেকর্ড একসঙ্গে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে। মগড়ার গজঘণ্টা বকুলতলার বাসিন্দা ছোট্টো আরাত্রিকা নাচ গান কবিতা আঁকার পাশাপাশি ক্যারাটেও শেখে। তার ক্যারাটেতে আগ্রহ দেখে মা বাবা মৈত্রী এবং অভিষেক চক্রবর্তী মেয়েকে যথাসাধ্য উৎসাহ দিয়ে থাকেন। তিন বছর বয়সে ক্যারাটেতে ভর্তি করেন স্থানীয় ক্যারাটে কোচিং ক্যাম্পে। গত বছর দুটি প্রতিযোগিতায় সোনা জেতে আরাত্রিকা। সম্প্রতি রেকর্ডের জন্য আবেদন করেন অভিষেক বাবু। কোচ শঙ্কর রাউত ও সঞ্জয় দাসের তত্ত্বাবধানে চলতে থাকে কঠোর অনুশীলন। টার্গেট ছিল মিনিটে ৩৫০ পাঞ্চ! আরাত্রিকা ৬৯০ টা পাঞ্চ মেরে রেকর্ড করে। ভিডিও পাঠানো হয় ইন্ডিয়া এবং এশিয়া রেকর্ডসে। ৪৮০ টা বৈধ পাঞ্চের জন্য রেকর্ড হয় আরাত্রিকার। গত মঙ্গলবার সে শংসাপত্র হাতে পায়। স্বভাবতই মেয়ের সাফল্যে খুশি বাবা–মা কোচ থেকে পরিবার সকলেই। বাবা অভিষেক চক্রবর্তী বলেন, মেয়ের ইচ্ছা দেখে রেকর্ডের জন্য গত এপ্রিল মাসের শেষের দিকে আবেদন করেছিলেন। অনুমোদন পাওয়ার পর গত ২৩ জুন ভিডিও ছবি পাঠান। শংসাপত্র মেডেল রেকর্ড বুক এসে পৌঁছায় তাঁর বাড়িতে। পড়াশোনার পাশাপাশি তাঁর মেয়ে খেলাধূলা করতে চাইলে সেটা তিনি করতে দিয়েছেন। কখনও কোনও চাপ দেওয়া হয়নি।