• লাফিয়ে বাড়ল সোনার দাম, জেনে নিন কলকাতার দর
    ২৪ ঘন্টা | ১৮ জুলাই ২০২৪
  • অয়ন ঘোষাল: ভোটের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাঙ্কগুলিতে আমানতে সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরে তা আরও এক দফা কমতে পারে বলে খবর। তাই ব্যাঙ্কে টাকা আমানতের বদলে বড় বড় আন্তর্জাতিক লগ্নিকারীরা টাকার বদলে সোনা সঞ্চয় করতে শুরু করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে হঠাৎ করে অস্বাভাবিক বেড়েছে সোনার চাহিদা। এর জেরে কিছুদিন দাম কমার পর পরশু রাতে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১০০০ টাকা বেড়েছে। এই দাম আরোও বাড়ার আশঙ্কা রয়েছে। বঙ্গীয় স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির সম্পাদক সমর দের মতে চলতি বছরের ধণতেরাসের আগেই দাম আরো বেশ কিছুটা বাড়বে। এর জেরে আসন্ন বিয়ের মরশুমে সমস্যায় পড়তে পারেন মধ্যবিত্তরা।

    কলকাতায় সোনার দাম

    ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৭০৫২ টাকা। আগের দিন ছিল ৬৯৮৫ টাকা। সোমবার ছিল ৬৯৩২। এর সঙ্গে যোগ হবে ৩ শতাংশ জিএসটি।

    ১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৭৯৬ টাকা। আগের দিন ছিল ৫৭৪১ টাকা। সোমবার ছিল ৫৬৯৮ টাকা। এর সঙ্গে যোগ হবে ৩ শতাংশ জিএসটি।

    সোনার বাট ১ গ্রামের দাম ৭৩৮৪ টাকা। আগের দিন ছিল ৭৩১৪ টাকা। সোমবার ছিল ৭২৫৯ টাকা। এর সঙ্গে যোগ হবে ৩ শতাংশ জিএসটি।

    দিল্লিতে সোনার দাম

    রাজধানীতে আজ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৬৮৯১ টাকা।

    ২৪ ক্যারেট সোনার দাম ৭৫১৬ টাকা।

    ১৮ ক্যারেট সোনার দাম ৫৬৩৮ টাকা।

    মুম্বইয়ে সোনার দাম

    আজ মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৬৮৭৬ টাকা।

    ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৭৫০১ টাকা।

    অন্যদিকে, ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ৫৬২৬ টাকা।

  • Link to this news (২৪ ঘন্টা)