• স্কুলের পাঠ্যবইয়ে এবার কলকাতা ময়দান, পড়তে হবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের ইতিহাস...
    আজকাল | ১৮ জুলাই ২০২৪
  • তীর্থঙ্কর দাস:

    রাজ্য শিক্ষা দপ্তরের এই উদ্যোগে আনন্দ প্রকাশ করেছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। আজকাল ডট ইনকে তিনি জানিয়েছেন, ‘এই সিদ্ধান্তের জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি । ধন্যবাদ জানাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও । মোহনবাগানের অবদানের কথা ইতিহাস বইয়ে অর্ন্তভুক্ত হলে নতুন প্রজন্ম আরও বেশি করে জানবে’। বাংলা তথা ভারতের ফুটবল ইতিহাসে শতবর্ষ প্রাচীন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের অবদান অনস্বীকার্য। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গেও নাম জড়িয়ে রয়েছে এই তিন ক্লাবের। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই পঠন পাঠন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর।
  • Link to this news (আজকাল)