বাড়ির পাশের দোকানে অগ্নিকাণ্ড, আগুন দেখতে বাইরে যেতেই সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু শিশুর ...
আজকাল | ১৮ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: দাদুর হাত ধরে আগুন দেখতে যাওয়াই কাল হল। সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের বাজার গেট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর সিলিন্ডারের একটি অংশ শিশুটির পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় থাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। বাজারে কীভাবে আগুন লাগল, কীভাবেই তা ছড়াল, তা খতিয়ে দেখছে পুলিশ।