• নাতনির মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ বৃদ্ধার, মাঝিদের তৎপরতায় উদ্ধার...
    আজকাল | ১৮ জুলাই ২০২৪
  • মিল্টন সেন,হুগলি : নাতনির মৃত্যুতে শোকগ্রস্ত ঠাকুমা ত্রিবেনী ঘাটে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। জলের তোড়ে তিনি ভেসে যাচ্ছিলেন। মাঝিদের নজরে পড়ায় রক্ষা। উদ্ধার হওয়া বৃদ্ধার নাম আরতি ঘোষ(৭৮), বাড়ি বলাগড় থানার অন্তর্গত সোমরা বাজার এলাকায়।

    কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা ওই দৃশ্য দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। ঘাটে থাকা নৌকার মাঝিদের তৎপরতায় ভেসে যাওয়া বৃদ্ধাকে উদ্ধার করা হয়। পরে বলাগড় থানার ওসি রাজকিরণ মুখার্জি বৃদ্ধার বাড়িতে খবর দেন। এক নাতি সুমন ঘোষ ত্রিবেনী ঘাটে এসে ঠাকুমাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যায়।
  • Link to this news (আজকাল)