নিরুফা খাতুন: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আর এর প্রভাবে শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম। কাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। শনিবার থেকে উত্তরবঙ্গে ফের বভারী বৃষ্টি পূর্বাভাস দিল হাওয়া অফিস। একুশে জুলাই অর্থাৎ রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে।। এর জেরেই সপ্তাহান্তেই বৃষ্টি হবে রাজ্যজুড়ে। শুক্রবার থেকে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
একুশে জুলাই তথা রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাদ পড়বে না কলকাতাও। মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দফায়-দফায় বৃষ্টি হতে পারে জেলায়। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।
শনিবার থেকে ফের ভারী বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার ভারী বৃষ্টি হবে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা।