• বিক্ষোভের জেরে শোরগোল দিঘাতে, দু’পক্ষের হাতাহাতিতে হাসপাতালে ১
    এই সময় | ১৮ জুলাই ২০২৪
  • দিঘার সমুদ্র সৈকতে হঠাৎ উত্তেজনা। সেখানে অবৈধভাবে ইঞ্জিন ভ্যান চালানোর অভিযোগ। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান অটো চালকরা। বৃহস্পতিবার সকালে সেখানে অটো ও ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে হাতাহাতি হয়। এক অটো চালক আহত অবস্থায় দিঘা হাসপাতালে ভর্তি।অভিযোগ, উপযুক্ত অনুমতি ছাড়াই নিউ দিঘা অটো স্ট্যান্ড থেকে ইঞ্জিন ভ্যানে যাত্রীদের চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। অটো চালক অতনু কর ওই ইঞ্জিন ভ্যান চালককে বাধা দিলে পালটা দুই ভ্যানের চালক সনাতন জানা,চন্দন পাত্র তাঁকে মারধর করে বলে অভিযোগ। মুহূর্তে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুধু তাই নয়, ইঞ্জিন ভ্যান বন্ধ করার দাবিতে অবরোধও শুরু করেন অটো চালকরা।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিঘা থানার পুলিশ। দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অটো চালকেরা। সেই সঙ্গে অটো ইউনিয়নের পক্ষ থেকে অভিজিতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

    অটোচালকদের দাবি, ইঞ্জিন চালকদের কাছে উপযুক্ত অনুমতি নেই। কিন্তু, তারপরেও যাত্রী নিয়ে যাচ্ছে তারা। অনেক অটোচালক লোন নিয়ে এই ব্যবসা করছেন। ফলে তাঁদের রুটি-রুজিতে টান পড়ছে বলেও দাবি করেছেন তাঁরা। ইঞ্জিন চালকরা অবশ্য পালটা দোষ দিয়েছেন অটো চালকদের।

    দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এই থেকেই বিক্ষোভের সূত্রপাত। দু'পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এই গোটা বিষয়ের নজরদারি চালাচ্ছে পুলিশ।

    উল্লেখ্য, পর্যটনের জন্য দিঘায় অটো পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বহু পর্যটক সেখানে গিয়ে পরিববহণ পরিষেবার জন্য অটোর উপর ভরসা করে থাকেন। এদিন কিছুক্ষণের জন্য অটো পরিষেবা বন্ধ থাকার ফলে বিপাকে পড়তে হয়েছিল বহু পর্যটককে। যদিও অটো চালকরা স্বল্প সময়ের জন্য অবরোধ করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়ে যায়।
  • Link to this news (এই সময়)