• এবারে চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস, কী করছেন রেল কর্তৃপক্ষ? প্রশ্ন মমতার ...
    আজকাল | ১৯ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কী করছেন ভারতীয় রেল কর্তৃপক্ষ! ভারত সরকারই বা কী করছে! বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় ও ডিব্রুগড়ের মধ্যে চলা চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার পর এই প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এই প্রশ্ন তুলেছেন তিনি। 

    কেন্দ্র ও রেলের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন তুলে পোস্টে মমতা জানিয়েছেন, যাত্রীদের সুবিধা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। ঘটনায় দু:খপ্রকাশ করেছেন মমতা। তাঁর কথায়, এবারে চন্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। 

    গত জুন মাসে উত্তরবঙ্গে ফাঁসিদেওয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক ও মালগাড়ির গার্ড-সহ মৃত্যু হয় ১০ জনের। ঘটনার পর মমতা বলেছিলেন, রেল এখন অনাথ হয়ে গিয়েছে। যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিয়ে তীব্র সমালোচনা করেন রেলের। তুলে ধরেন তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন কী কী ব্যবস্থা নিয়েছিলেন। এবারেও তাঁর সমালোচনার তীর রেলমন্ত্রক ও কেন্দ্রীয় সরকারের দিকে।
  • Link to this news (আজকাল)