• এবারে চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস, কী করছেন রেল কর্তৃপক্ষ? প্রশ্ন মমতার ...
    আজকাল | ১৯ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কী করছেন ভারতীয় রেল কর্তৃপক্ষ! ভারত সরকারই বা কী করছে! বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় ও ডিব্রুগড়ের মধ্যে চলা চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার পর এই প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এই প্রশ্ন তুলেছেন তিনি। 

    গত জুন মাসে উত্তরবঙ্গে ফাঁসিদেওয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক ও মালগাড়ির গার্ড-সহ মৃত্যু হয় ১০ জনের। ঘটনার পর মমতা বলেছিলেন, রেল এখন অনাথ হয়ে গিয়েছে। যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিয়ে তীব্র সমালোচনা করেন রেলের। তুলে ধরেন তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন কী কী ব্যবস্থা নিয়েছিলেন। এবারেও তাঁর সমালোচনার তীর রেলমন্ত্রক ও কেন্দ্রীয় সরকারের দিকে।
  • Link to this news (আজকাল)