১৪ বছর পর গুড়াপের শেখ ইব্রাহিম খুনের মামলায় রায় ঘোষণা করবে চুঁচুড়া আদালত ...
আজকাল | ১৯ জুলাই ২০২৪
মিল্টন সেন,হুগলি : রাগ আছিল আগে থেকেই। তাই কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত যুবক। আগামী শনিবার চুঁচুড়া জেলা আদালতে হবে রায় ঘোষণা। ঘটনাটি ঘটেছিল গত ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি গুড়াপ থানার কাঁটা গড়িয়া গ্রামে। খুন হয়েছিলেন শেখ ইব্রাহিম (৪৫)। জানা গেছে, মহরম আলির সঙ্গে তার পুরোন বিবাদ ছিল। ঘটনার দিন বিকালে নামাজ পড়ে ফিরছিলেন ইব্রাহিম। রাস্তায় কাটারি নিয়ে দাঁড়িয়ে ইব্রাহিমের অপেক্ষায় ছিল মহরম আলি। ইব্রাহিম কাছে আসতেই কাটারি নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে মহরম আলি। এলোপাথাড়ি কোপাতে থাকে ইব্রাহিমকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের ভাইপো ফিরোজ মামুদ অভিযোগ দায়ের করেন গুড়াপ থানায়।
পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ৩০২ ধারায় মামলা রুজু হয়। গত ১৮ জুলাই ২০১০ সালে এই মামলায় চার্জশিট দাখিল করে তদন্তকারীরা। মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। বৃহস্পতিবার হুগলির প্রথম দায়রা আদালতের বিচাররক সঞ্জয় শর্মা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আাগামী ২০ জুলাই শনিবার হবে চুড়ান্ত রায়দান। এই প্রসঙ্গে হুগলি জেলা আদালতের মুখ্য সরকারী আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানিয়েছেন, অভিযুক্ত এতদিন জামিনে মুক্ত ছিলেন। দোষী সাব্যস্ত হওয়ার পর এদিন তাঁকে জেল হেপাজতে পাঠানো হয়। শনিবার এই মামলার রায় ঘোষণা করা হবে।