'কথা দিলে কথা রাখি', জয়ের পর বহরমপুরে এসে বললেন ইউসুফ পাঠান...
আজকাল | ১৯ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্কঃ পাঠান কাউকে কথা দিলে সেই কথা সে পূরণ করেন। তিনি নিজেও তাঁর করা সমস্ত 'ওয়াদা' (প্রতিশ্রুতি) পূরণ করবেন। লোকসভা নির্বাচনে জয়ের পর প্রথমবার বহরমপুরে এসে ফের একবার এই কথা বললেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠান।
খুব শীঘ্রই তিনি বহরমপুরে একটি নতুন বাসা নেবেন বলে জানান ইউসুফ। তিনি বলেন,"গুজরাটের বরোদা এবং দিল্লিতে আমার বাড়ি রয়েছে। বহরমপুরেও আমার একটি বাড়ি হবে। আমি এখান থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি বিধানসভা এলাকায় গিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করব।" আজ ইউসুফ জানান তাঁর নিজের পূর্ব প্রতিশ্রুতি মতো খুব শীঘ্রই বহরমপুরে স্পোর্টস একাডেমির কাজ শুরু হতে চলেছে। তিনি জানান, "ইতিমধ্যেই আমি ৩৫ বিঘা জমি চেয়ে চিঠি লিখেছি। সেই একাডেমিতে এখানকার বাচ্চারা যে খেলা খেলতে চায় তার ব্যবস্থা থাকবে। যাতে তারা দেশের হয়ে পদক নিয়ে আসতে পারে।" ইউসুফ আরও জানান বহরমপুর লোকসভা কেন্দ্রের জন্য তিনি ২০-২২ টি উন্নয়নের কাজকে অগ্রাধিকার দিতে চলেছেন। খুব শীঘ্রই সেই কাজগুলো শুরু হবে এবং এর জন্য তিনি ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনাও শুরু করেছেন।