আজকাল ওয়েবডেস্ক : খাস কলকাতায় উদ্ধার হল নরকঙ্কাল। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভরদুপুরে কসবার কমলা পার্ক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার একটি পুরনো বাড়ি সংস্কারের কাজ চলছিল। সেই সময় এই নরকঙ্কালটি দেখতে পাওয়া যায়।
ওই কঙ্কালটি পুরুষ নাকি মহিলার, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। নরকঙ্কালটি উদ্ধার করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। কীভাবে এই ভগ্নপ্রায় বাড়িতে উদ্ধার হল এই নরকঙ্কাল তা খতিয়ে দেখা হচ্ছে।