• মোদির স্লোগান বদলে দিতে চাইছেন শুভেন্দু? নিজের দায়িত্ব নিয়ে কী বললেন বিরোধী দলনেতা?...
    আজকাল | ১৯ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের ফলাফল এরাজ্য-সহ গোটা দেশেই গেরুয়া শিবিরের খুব একটা ভাল হয়নি। বাংলায় গত লোকসভা ভোটের পর, ক্রমাগত আস্ফালনের পরেও বাংলায় গেরুয়া শিবিরের ভোট-আসন কমেছে লক্ষণীয় ভাবে। এর পরেই, বুধবার পর্যালোচনা বৈঠকে বসেছিল বিজেপি। আলোচনায় কী উঠে আসে নজর ছিল সেদিকেই। তবে সেসব ছাপিয়ে সামনে এল রাজ্যের বিরোধী দলনেতার একার বক্তব্য।

    অন্যদিকে যখন শুভেন্দু এই মন্তব্য করছেন, তখনই মুরুলীধর সেন লেনের দলীয় কার্যালয়ের সামনে সত্যাগ্রহ আন্দোলন করছেন বিজেপির কর্মীরা। বুধবার সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনেই সত্যাগ্রহে বসেছিলেন তাঁরা। অভিযোগ, দলীয় কার্যালয় থেকে কয়েকজন বেরিয়ে দলের কর্মীদেরই জমায়েতে বাধা দেওয়া হয়, সঙ্গে অভিযোগ, বাধা দেওয়া হয়েছে। একদিকে যখন দলের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা, তখনই এই ঘটনা দলের অস্বস্তি আরও কয়েকগুন বাড়িয়েছে বলেই মত রাজনৈতিক মহলের।
  • Link to this news (আজকাল)