• বঙ্গে ক্রমেই বাড়বে বৃষ্টি, আবহাওয়ার বড় আপডেটের সঙ্গেই সতর্ক করল হাওয়া অফিস! ...
    আজকাল | ১৯ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিস আগেই জানিয়েছিল, সপ্তাহের মাঝের দিনগুলিতে বৃষ্টির পরিমাণ কিছু কম থাকলেও, সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি। হাওয়া অফিস জানাল, মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে । বঙ্গোপসাগরের এই নিম্নচাপ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। এর কারণেই আগামী দু’ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টি হবে আগামী সপ্তাহের শুরুতেও। উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা।

    শনিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকে সোমবার এই নির্দেশ মানার কথা জানিয়েছে হাওয়া অফিস।
  • Link to this news (আজকাল)