• নদিয়ায় সাতসকালে মাছ ব্যবসায়ী লক্ষ্য করে গুলি, এলাকায় তীব্র চাঞ্চল্য
    এই সময় | ১৯ জুলাই ২০২৪
  • শুক্রবার সাতসকালে কৃষ্ণনগরে চলল গুলি, আহত এক মাছ ব্যবসায়ী। তাঁর থেকে ৩৫ হাজার টাকা লুঠ করা হয়েছে বলে সূত্রের খবর। তোলাবাজির টাকা দিতে না চাওয়ার কারণেই এই হামলা বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এদিন ভোরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের গোয়াড়ি বাজারে। গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ীর নাম বিশ্বনাথ ঘোষ। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়। একটি গুলি তাঁর পায়ে লাগে। পিস্তল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ওই মাছ ব্যবসায়ীর, অভিযোগ এমনটাই। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে আহত ব্যক্তি কৃষ্ণনগর নগেন্দ্র নগরের বাসিন্দা। দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। প্রতিদিন তিনি কৃষ্ণনগরের পাত্র বাজারের মাছ বিক্রি করেন।

    শুক্রবার সকালে গোয়ারি বাজারের আড়তে মাছ কিনতে যান তিনি। সেই সময় তাঁর থেকে স্থানীয় এক দুষ্কৃতী টাকা দাবি করে বলে অভিযোগ। ব্যবসায়ী ওই টাকা দিয়ে রাজি না হওয়ায় আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর তাঁর থেকে ৩৫ হাজার টাকা এবং মোবাইল কেড়ে নেওয়া হয়। তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ ওঠে। এর মধ্যে একটি গুলি লাগে তাঁর পায়ে। তাঁর দাদা সমীর ঘোষ বাধা দিতে গেলেও তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। যদিও তাঁর কোনও আঘাত লাগেনি। এরপর তাঁকে মারধর করে টাকা পয়সা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানা পুলিশ। এখনও পর্যন্ত ঘটনার প্রেক্ষিতে কাউকে গ্রেফতার করা হয়নি। ওই অভিযুক্তরা পলাতক। তাদের সন্ধান করছে পুলিশ।
  • Link to this news (এই সময়)