আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারের পর শুক্রবার। ফের অশান্ত মালদা। বাবা-মা'র অনুপস্থিতিতে এবার ঘরে ঢুকে খুন করা হল অষ্টম শ্রেণির এক ছাত্রীকে। ঘটনার জেরে উত্তপ্ত মালদার হবিবপুর। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান মৃতার পরিজন ও গ্রামবাসীরা। খুনের পর অভিযুক্ত হবিবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলে জানা গেলেও পুলিশ জানিয়েছে, খুনের পর রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘোরার সময় পুলিশ তাকে ধরে এবং জেরায় চন্দন খুনের কথা জানালে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতা স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা-মা আইসক্রিম ফেরি করত। বৃহস্পতিবার তারা হরিশ্চন্দ্রপুরে একটি মেলায় আইসক্রিম বিক্রি করতে যায়। বাড়িতে ওই কিশোরী তার ভাইকে নিয়ে ছিল। এই সুযোগে চন্দন ঘরে ঢুকে কিশোরীকে খুন করে বলে অভিযোগ। ক্ষুব্ধ জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এবং দোষীর ফাঁসির দাবি করেন।