• তবে কি এবার টান পড়বে 'চিকেন'-এ, রাজ্যজুড়ে মুরগি পরিবহন বন্ধে বাড়ছে উদ্বেগ...
    আজকাল | ১৯ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অনির্দিষ্টকালের জন্য রাজ্য জুড়ে বন্ধ হয়ে গেল মুরগির মাংস বিক্রি ৷ মুরগি পরিবহণ বন্ধের সিদ্ধান্ত নিল বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। পুলিশি জুলুমের প্রতিবাদে শুক্রবার থেকে পোলট্রি মুরগি ব্যবসায় লাগাতর ধর্মঘট। মূলত পোলট্রি মুরগি পরিবহনকারী সংস্থাগুলি ধর্মঘট ডেকেছে। শুক্রবার সকাল থেকেই বাজারে মুরগির যোগান অনেকটাই কমেছে। ধর্মঘট চলতে থাকলে শনিবার থেকে পোলট্রি মুরগির সংকট দেখা দেবে বাজারে। এই ধর্মঘটকে সমর্থন করেনি পশ্চিমবঙ্গের মুরগি ব্যবসার সঙ্গে যুক্ত বৃহৎ সংগঠন পোলট্রি ফেডারেশন। ১১ জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে একটি মুরগির গাড়ির চালক বেলদা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় বলে অভিযোগ। টাকা না দিতে চাওয়ায় চালককে মারধর করা হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 

    বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, গাড়ির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সেটিকে আটকে রাখা হয় দীর্ঘক্ষণ ধরে। ওয়েষ্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্য অমর ঘোষ আজকাল ডট ইনকে জানিয়েছেন, প্রশাসন যতদিন তাঁদের সঙ্গে না বসে এই অসুবিধে মেটাবে ততদিন এই ধর্মঘট চলবে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের কর্মকর্তা মদন মোহন মাইতি বলেছেন, 'এই ধর্মঘট সমর্থন করছি না। যে ঘটনা ঘটেছে তারপর আমাদের কাছে অভিযোগ রয়েছে। সেটা আমরা রাজ্যের প্রশাসনকে জানাই। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। ' শাক-সবজি-ফলের দাম আকাশছোঁয়া। মাংসের দামও ২৩০-২৫০ টাকা কেজি। ধর্মঘট শুরু হলে দাম আরও চড়বে বলেই মনে করছে সাধারণ মানুষে।
  • Link to this news (আজকাল)