কলকাতা লেদার কমপ্লেক্সে হবে আরও বিনিয়োগ, চাকরিপ্রার্থীদের জন্য সুখবর...
আজকাল | ১৯ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : সুখবর শোনাল নবান্ন। বৃহস্পতিবার নবান্নে শিল্প সংক্রান্ত বৈঠক ছিল। এরপরই মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা আলাপন ব্যানার্জি বলেন, কলকাতা লেদার কমপ্লেক্সে আরও বিনিয়োগ হবে। ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। ১৪৭ টি ট্যানারি, ১৩৯ টি জুতো তৈরির কারখানা হবে। ফলে কর্মসংস্থান বাড়বে। কর্মপ্রার্থীরা এরফলে আরও বেশি উপকৃত হবেন বলেই খবর মিলেছে।
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক শিল্পপতি। কলকাতা লেদার কমপ্লেক্সের কর্মদিগন্ত-কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কথা হয়। এখানে তৈরি হওয়া সামগ্রী রপ্তানিতেও জোর দেওয়া হবে। এছাড়া এখানে তৈরি হওয়া সামগ্রী আলিপুর হিডকো মলে বিক্রির ব্যবস্থাও করা হবে।
এদিন সাংবাদিক বৈঠকে আলাপন ব্যানার্জি বলেন, ৪৭৫ কোটি টাকা খবচ করে পানীয় জল সরবরাহ কেন্দ্র তৈরি করা হবে। এরফলে ট্যানারির পাশাপাশি আশেপাশের মানুষের জলের চাহিদাও মিটবে।