• ২০-২১ জুলাই শিয়ালদা ডিভিশনে বাতিল একাধিক লোকাল, ভোগান্তির আশঙ্কা
    এই সময় | ১৯ জুলাই ২০২৪
  • লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী শনি এবং রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদা ডিভিশনে। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে। ২১ জুলাই ধর্মতলায় 'শহিদ সমাবেশ' কর্মসূচির আয়োজন করা হয় প্রতি বছর। জেলা থেকে বহু মানুষ ধর্মতলায় যান। আর সেই জন্য় অনেকেই ট্রেন পরিষেবার উপর নির্ভরশীল। ফলে শিয়ালদা ডিভিশনে বেশ কিছু লোকাল বাতিল হওয়ায় ভোগান্তি পোহাতে হতে পারে যাত্রীদের, এই আশঙ্কা করা হচ্ছে।২০ তারিখ শনিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল?

    পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার আপ-ডাউন মিলিয়ে এক জোড়া নৈহাটি-ব্যান্ডেল লোকাল, একজোড়া শিয়ালদা-শান্তিপুর লোকাল, একজোড়া শিয়ালদা-রানাঘাট লোকাল এবং কল্যাণী সীমান্ত-নৈহাটি একটি লোকাল বাতিল করা হয়েছে।

    ২১ তারিখ রবিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল?

    রবিবার ২১ জুলাইয়ের দিন নৈহাটি-ব্যান্ডেল চার জোড়া লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর দুই জোড়া, শিয়ালদা-শান্তিপুর দুই জোড়া, শিয়ালদা-রানাঘাট এক জোড়া, নৈহাটি-কল্যাণী সীমান্ত একটি, শিয়ালদা-কল্যাণী সীমান্ত দুই জোড়া এবং রানাঘাট- নৈহাটি এক জোড়া লোকাল বাতিল করা হয়েছে।

    ২১ তারিখ কোন কোন ট্রেনের রুট বদল করা হয়েছে?

    ২১ জুলাই রবিবার একাধিক দূরপাল্লা ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। রবিবার বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস, যোগবাণী-কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদা টাউন-শিয়ালদা গৌর এক্সপ্রেস, জয়নগর-শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির জায়গায় ডানকুনি হয়ে যাবে।

    ২০ তারিখ শনিবার আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেসের সূচি পরিবর্তন করা হয়েছে। তা বেলা ১২টা ২০-র বদলে বিকেল সাড়ে ৫টায় নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়তে চলেছে। বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস বালুরঘাট থেকে ৭টার পরিবর্তে ১১টা ৩০ মিনিটে ছাড়বে। এছাড়াও সূচি বদল করা হয়েছে রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেসেরও।

    রেলের তরফে আরও জানানো হয়েছে, ২০ জুলাই ৩১৩৪১ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের বদলে নৈহাটি স্টেশনে শেষ স্টপেজ দেবে। অন্যদিকে, ২১ জুলাই ৩১৩১২ কল্যাণী সীমান্ত -শিয়ালদা লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনের বদলে নৈহাটি থেকে ছাড়তে চলেছে।
  • Link to this news (এই সময়)