• মিনিটে ৪৮০ 'চেস্ট লেভেল পাঞ্চ', মাত্র ৭ বছরে জোড়া রেকর্ড আরাত্রিকার
    এই সময় | ১৯ জুলাই ২০২৪
  • খেলাধূলা তথা শরীরচর্চার মাধ্যম তো বটেই, একইসঙ্গে আত্মরক্ষারও অন্যতম উপায় ক্যারাটে। আর সেই ক্যারাটেতেই মাত্র সাত বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এশিয়া বুক অফ রেকর্ডস-এ নাম তুলল মগড়ার আরাত্রিকা চক্রবর্তী। মগড়ার গজঘণ্টা বকুলতলার বাসিন্দা ছোট্টো আরাত্রিকা নাচ, গান, কবিতা, ও ছবি আঁকার পাশাপাশি ক্যারেটেও শেখে। তার ক্যারাটেতে আগ্রহ দেখে মা মৈত্রী চক্রবর্তী ও বাবা অভিষেক চক্রবর্তী মেয়েকে আরও বেশি করে উৎসাহও দেন।চক্রবর্তী দম্পতি মাত্র তিন বছর বয়সে মেয়েকে ক্যারাটেতে ভর্তি করেন। স্থানীয় ক্যারাটে কোচিং ক্যাম্পে শুরু হয় প্রশিক্ষণ। গত বছর দু'টি প্রতিযোগিতায় সোনাও জেতে আরাত্রিকা। সম্প্রতি রেকর্ডের জন্য আবেদন করেন অভিষেক। কোচ শংকর রাউত ও সঞ্জয় দাসের তত্ত্বাবধানে চলতে থাকে কঠোর অনুশীলন। টার্গেট ছিল মিনিটে ৩৫০ 'চেস্ট লেভেল পাঞ্চ'। কিন্তু আরাত্রিকা ৬৯০ টি পাঞ্চ করে। সেই ভিডিয়ো পাঠানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তার মধ্যে ৪৮০ টি বৈধ 'চেস্ট লেভেল পাঞ্চ'-এর জন্য রেকর্ড গড়ে আরাত্রিকা।

    এরপরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর কর্তারা আরাত্রিকার বাবাকে এশিয়া বুক অফ রেকর্ডস-এর জন্য আবেদন করার পরামর্শ দেন। সেই মতো মেয়ের জন্য আবেদন করেন অভিষেক। সেখানেও ৪৮০টি বৈধ পাঞ্চের মাধ্যমে রেকর্ড তৈরি করে আরাত্রিকা। সম্প্রতি সেই শংসাপত্রও হাতে এসেছে। খুব স্বভাবিকভাবেই মেয়ের সাফল্যে খুশি বাবা, মা ও কোচ থেকে পরিবারের সকলে।

    অভিষেক চক্রবর্তী বলেন, 'আমরা খুবই খুশি। মেয়ে এই রেকর্ড করবে আমরা আশা করিনি। মেয়ের ক্যারাটের প্রতি আগ্রহ দেখে, তার ইচ্ছা দেখে রেকর্ডের জন্য গত এপ্রিল মাসের শেষের দিকে আবেদন করি। মেয়েকে জিজ্ঞাসা সে কী করতে চাই? মেয়েই বলে চেস্ট লেভেল পাঞ্চ করবে। আবেদনের পর অ্যাপ্রুভাল পেয়ে গত ২৩ জুন ভিডিয়ো পাঠাই।' অন্যদিকে মা মৈত্রী চক্রবর্তী বলেন, 'পড়াশোনার পাশাপাশি মেয়ে খেলাধূলা করতে চাইলে সেটাই করতে দিই, কোনও চাপ দিই না। আমরা চাই মেয়ে যাতে নিজের আত্মরক্ষা নিজে করতে পারে। সেই জন্যই ক্যারাটে শেখাচ্ছি। মেয়ে নাচ আঁকাও শেখে। কিন্তু ক্যারাটে ওর কাছে ভালোবাসার বিষয় হয়ে গিয়েছে।' আগামীদিনেও মেয়ে এভাবেই ক্যারাটের মাধ্যমে একের পর এক সাফল্য অর্জন করতে থাকুক, এমনটাই আশা আরাত্রিকার বাবা ও মায়ের।
  • Link to this news (এই সময়)