• গভীর নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে দুর্যোগ, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস
    এই সময় | ২০ জুলাই ২০২৪
  • বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওডিশা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে। আর নিম্নচাপটির প্রভাবে আগামী দুই দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ২১ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।নিম্নচাপের জেরে উপকূলের জেলাগুলিতে শনিবার বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পাশাপাশি এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

    আগামী দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ এক-দুই পশলা বৃষ্টিপাত হতে পারে। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী চার থেকে পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    ২২ জুলাই নিম্নচাপ অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণ অংশে অবস্থান করবে। এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শনিবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ২১ জুলাই ধর্মতলায় 'শহিদ দিবস' পালন করে তৃণমূল। এদিন কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২১ জুলাই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়তে পারে। তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হচ্ছে। আর এর ফলে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছে।
  • Link to this news (এই সময়)