৮ লক্ষ টাকার গাঁজা নিয়ে রাজধানী এক্সপ্রেসে দিল্লি যাচ্ছিল দুই যুবক, হাতেনাতে ধরল আরপিএফ...
আজকাল | ২০ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আরপিএফ এবং সিপিডিএস দলের যৌথ অভিযানে শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার দুই গাঁজা পাচারকারী। তাদের কাছ থেকে প্রায় আট লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, আরও বড়সড় পাচারের চেষ্টায় ছিল ওই চক্রটি।
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, আমির এসকে নামে আরও এক ব্যক্তি এর সঙ্গে জড়িত। ইতিমধ্যেই তাঁর খোঁজ চালাচ্ছে আরপিএফ। দিল্লিতে রেহান খান, আলিয়াস সাদেক নামেও দুই অভিযুক্তের কথা জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই, আটক হওয়া গাঁজা পাঠানো হয়েছে ফরেন্সিক বিভাগে। ধৃতদের জেরা করে গোটা চক্রের খোঁজ পেতে চাইছে পুলিশ।