প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে কী পদক্ষেপ রাজ্য সরকারের ?...
আজকাল | ২০ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের প্রায় ১০ হাজার জুনিয়র হাই স্কুল, হাইস্কুল ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক শূন্য। ২০২৩ থেকে শূন্যপদ পূরণের জন্য প্রস্তুতি শুরু করেছিল স্কুল শিক্ষাদপ্তর ও রাজ্য সরকার । বছর বদলে গেলেও হয়নি নিয়োগ। এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর ও রাজ্য সরকার প্রধান শিক্ষক পোস্টের সংরক্ষণ প্রথা অথবা অন্য পদ্ধতি নিয়ে নিয়োগের দিশা দেখাতে পারেনি। শিক্ষক সংগঠন "অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন"-এর রাজ্য সম্পাদক চন্দন গড়াই আজকাল ডট ইনকে বলেন "প্রাইমারি স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি চালু করার জন্য স্কুল শিক্ষা দপ্তর সার্ভে, ভেরিফিকেশন ও ভেটেড প্রক্রিয়া অতিদ্রুত শেষ করুক।" তিনি আরও জানান, "স্কুলগুলির পরিকাঠামো ঠিক করে জুনিয়র হাইস্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিযুক্ত করা হোক।"
যদিও বা রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে প্রায় চার থেকে পাঁচ হাজার শূন্যপদ রয়েছে৷ সেই সমস্ত শূন্যস্থানে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷ নবান্ন সূত্রে খবর , প্রধান শিক্ষক নিয়োগের বিধি চূড়ান্ত করে ইতিমধ্যেই তা পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে ।