• দয়া করে আমায় পিএইচডিটা করতে দিন, 'মাওবাদী' অর্ণবের বিশেষ অনুরোধ ...
    আজকাল | ২০ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দয়া করে আমাকে পিএইচডিটা করতে দিন। আপনাদের কাছে অনুরোধ। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে এই অনুরোধ জানালেন 'মাওবাদী' নেতা অর্ণব দাম। দলে তাঁর পরিচিতি 'বিক্রম' নামে। ইতিহাস নিয়ে গবেষণার জন্য সোমবার তাঁর কাউন্সেলিং হওয়ার পর শুক্রবার তাঁর ভেরিফিকেশন হয়। এজন্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়েছিল। প্রক্রিয়া শেষ হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে অর্ণব বলেন, 'আপনাদের কাছে আমার অনুরোধ পিএইচডিটা আমায় করতে দিন। তারপর আবার আসবেন। আপাতত আমায় পড়াশোনাটা করতে দিন।'

    অন্যদিকে ভর্তি না হতে পারার জন্য বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হুগলি সংশোধনাগারে দু'দিনের প্রতীকী অনশন শুরু করেন অর্ণব। এগিয়ে আসেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও মানবাধিকার সংগঠন এপিডিআর। পাশে দাঁড়ায় তৃণমূল ও সিপিএমের ছাত্র সংগঠন। সিদ্ধান্ত হয় অর্ণবকে পাঠানো হবে বর্ধমান সংশোধনাগারে এবং তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। ফলে বাধা কাটে অর্ণবের। ভর্তি হন তিনি। আপাতত বন্দুক, গুলি, অতীত।‌ মাওবাদী অর্ণব এই মুহূর্তে মনোনিবেশ করবেন বইয়ের পাতায়।
  • Link to this news (আজকাল)