ভারী নিম্নচাপের জেরে দক্ষিণের একাধিক অংশে সোমবার অবধি বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হবে উত্তরেও ...
আজকাল | ২০ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার অবধি বৃষ্টির সম্ভাবনা। যদিও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস এদিন জানিয়েছে, শনিবার ভোরের দিকে নিম্নচাপটি ওড়িশার পুরীর কাছে স্থলভাগে প্রবেশ করতে চলেছে। স্থলভাগে প্রবেশ করার পর সেই নিম্নচাপ ওড়িশা এবং ছত্তিশগড়ের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর–পশ্চিম দিকে এগোতে থাকবে। পরের ২৪ ঘণ্টায় তার শক্তিক্ষয় হবে। আর এই নিম্নচাপের জেরে শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)–র সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই দুই জেলা ছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলা ছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)–র সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবার অবধি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।