• বাদল অধিবেশনেই হতে পারে নতুন ৪ বিধায়কের শপথগ্রহণ
    আজকাল | ২০ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : নতুন চার বিধায়কের শপথ জট এড়ানোর জন্য তৈরি বিধানসভা। রাজভবনের তিন প্রশ্নের জবাবে চিঠি দিলেন স্পিকার বিমান ব্যানার্জি। সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেনের শপথ কীভাবে হয়েছিল তা বলা হয়েছে চিঠিতে। বিধায়কদের শপথগ্রহণে রাজ্যপাল কী পদক্ষেপ নেবেন তার দিকে না তাকিয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে বিধানসভা।

    ফলে চলতি অধিবেশনে এই কাজ শেষ করতে চাইছে বিধানসভার সচিবালয়। ১০ তারিখের উপনির্বাচনের পর নতুন চার বিধায়ক হয়েছে চার জায়গায়। ২২ জুলাই থেকে বিধানসভার বাদল অধিবেশন। সেখানেই মিটিয়ে ফেলা হবে শপথগ্রহণ। 
  • Link to this news (আজকাল)