পড়শি দেশের আন্দোলনের আঁচ কলকাতায়, বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক একাধিক বামসংগঠনের...
আজকাল | ২০ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: উত্তপ্ত বাংলাদেশ। বৃহস্পতির দিনভর সংঘর্ষ, মৃত্যুর খবর এসেছে পড়শি দেশেও। বৃহস্পতির পর শুক্রবারও কলকাতায় কোটা বিরোধী আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে মিছিল খাস কলকাতায়।
ওপার বাংলায় আন্দোলনরত শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক দেয় এআইডিএসও। মিছিলে আরএসএফ, আয়েসা-সহ একগুচ্ছ বামসংগঠনের কর্মী-সমর্থকেরাও হাজির ছিলেন। সূত্রের খবর, বিক্ষোভ-মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ পরেই একাডেমি অফ ফাইন আর্টসের চত্বর থেকে আটক তাঁদের আটক করে পুলিশ। নিয়ে যাওয়া হয় লালবাজারে।
অন্যদিকে দিল্লির যন্তর মন্তরেও এআইডিএসও বিক্ষোভ দেখিয়েছে এদিন। জানা গিয়েছে, সিদ্ধনাত চূড়ান্ত না হলেও, ২৪ জুলাই একগুচ্ছ বাম সংগঠন প্রতিবাদ-মিছিলের পরিকল্পনা করছে।