• টাকা ধার নিয়ে শোধ করতে পারেনি, মালদহে সালিশি সভায় চলল অত্যাচার
    দৈনিক স্টেটসম্যান | ২০ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি– ঠিকাদারের কাছে টাকা ধার নিয়েছিলেন পরিযায়ী শ্রমিক। টাকা ফেরত না পেয়ে পঞ্চায়েত প্রধানের বাড়িতে ডেকে মারা হল চার ভাইকে।অভিযোগ, চারজনের উপর ধারালো অস্ত্র, লাঠি, রড দিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় চারজনকেই ভতির করা হয়েছে হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্য়েই তদন্তে নেমেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে মালদহের হরিশচন্দ্রপুর ২ ব্লকের মালিওর ১ গ্রাম পঞ্চায়েতে।

    স্থানীয় সূত্রে খবর, গ্রামের এক পরিযায়ী শ্রমিক আকবর আলি স্থানীয় এক ঠিকাদার মনিরুল ইসলামের থেকে মাসখানেক আগে টাকা ধার নিয়েছিলেন। টাকা নিয়ে নির্মাণ কাজের জন্য় মুম্বাই যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো কাজ করতে মুম্বাইও গিয়েছিলেন ওই শ্রমিক। তবে মাঝপথেই বাড়ি চলে আসেন আকবর। তার পর থেকেই বারবার টাকা ফেরত চেয়ে হুমকি দিতে থাকেন ঠিকাদার মনিরুল।

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)