সংবাদদাতা, শিলিগুড়ি: ফুলবাড়িতে তিস্তা ক্যানেলের পর জোড়াপানি নদী থেকে মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার সকালে ফুলবাড়ির কাঞ্চনবাড়িতে জোড়াপানি নদীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কাঞ্চনবাড়িতে জোড়াপানি নদী সংলগ্ন রাস্তা দিয়ে সকালে যাওয়ার সময় স্থানীয়রা নদীর জলে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিসকে। ঘটনাস্থল থেকে পুলিস মৃতদেহ উদ্ধার করে।