প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশ নিতে পারবেন দুই প্রশিক্ষণপ্রাপ্ত
বর্তমান | ২০ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিএড এবং ডিএলএড, দুই প্রশিক্ষণ নেওয়া প্রার্থীরা যদি যোগ্য হয়, তাহলে তাঁদের প্রাথমিকে শিক্ষকতার চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে বাধা নেই। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি হৃষিকেশ রায় ও এসভিএন ভাট্টির বেঞ্চ কলকাতা হাইকোর্টে নির্দেশকে চ্যালেঞ্জ করা প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ করে দিয়েছে। ২০২২ সালের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ডিএলএডের পাশাপাশি বিএড ডিগ্রিধারীরাও প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেই মতো সুমন্ত কোলে সহ কয়েকজন আবেদন করেন। যাদের বিএড এবং ডিএলএড, দুই ডিগ্রিই ছিল। কিন্তু পরবর্তীকালে অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য স্রেফ ডিএলএডরা সুযোগ পাবেন। যার ফলে বিপাকে পড়েন উল্লেখিত চাকরি প্রার্থীরা। তাঁরা হাইকোর্টে মামলা করেন। আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেয়, বিএড এবং ডিএলএড ডিগ্রি থাকা মামলাকারীরা যোগ্য হলে আলাদা প্যানেল প্রকাশ করা যেতেই পারে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুনানিতে হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট।