২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। প্রতি বছরের মতো চলতি বছরও ২১ জুলাই ধর্মতলায় 'শহিদ দিবস' এর আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে। আর এদিনের মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন সপা সুপ্রিমো, এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সূত্রের খবর, রবিবার সকালে তিনি বিমানে কলকাতায় আসবেন। পাশাপাশি রাজ্য শাসক দল সূত্রে খবর, শিবসেনা (ইউবিটি)-র প্রতিনিধিও এদিনের সভায় উপস্থিত থাকতে পারেন।উল্লেখ্য, অখিলেশ যাদবের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবর ভালো। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের সময় অখিলেশ যাদবের হয়ে প্রচারেও গিয়েছিলেন তিনি। অন্যদিকে, অন্তত আম্বানির বিয়েতে যোগ দিতে মুম্বইয়ে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন মমতা।
২১ জুলাইয়ের মঞ্চে অখিলেশ এবং উদ্ধবের প্রতিনিধির উপস্থিতি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বাংলায় একা লড়াই করার সিদ্ধান্ত নিলেও জাতীয় স্তরে 'ইন্ডিয়া জোট'-এর সঙ্গেই রয়েছে তৃণমূল, একাধিকবার সেই বার্তা দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল দিল্লিতে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অখিলেশ যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল।
লোকসভা নির্বাচনে এনডিএ ৪০০ পারের লক্ষ্য নিয়ে হাঁটলেও ঝুলিতে এসেছে মাত্র ২৯৩ আসন। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। লোকসভা নির্বাচনের পরে দেশের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনেও ধাক্কা খেয়েছে বিজেপি। সবমিলিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অখিলেশ যাদবের ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন? সেই দিকে তাকিয়ে সব পক্ষ। লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল ভালো ফলাফল করেছে। ৪২টির মধ্যে ২৯টি আসনে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল। বিজেপির আসন সংখ্যা কমে ১২টি হয়েছে এবং কংগ্রেস জিতেছে ১টি আসনে। পাশাপাশি বাংলায় চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল। ২১ জুলাই এই জয় বাংলার জনতাকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।