২১ জুলাই শিয়ালদা ডিভিশনে কোনও লোকাল ট্রেন বাতিল নয়, জানাল পূর্ব রেল
এই সময় | ২০ জুলাই ২০২৪
২০ এবং ২১ জুলাই শিয়ালদা ডিভিশনে কোনও লোকাল ট্রেন বাতিল হচ্ছে না। এই দু'দিন শিয়ালদা ডিভিশনের পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে, জানাল পূর্ব রেল।শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। সেখানে দাবি করা হয়েছিল লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার আপ-ডাউন মিলিয়ে এক জোড়া নৈহাটি-ব্যান্ডেল লোকাল, একজোড়া শিয়ালদা-শান্তিপুর লোকাল, একজোড়া শিয়ালদা-রানাঘাট লোকাল এবং কল্যাণী সীমান্ত-নৈহাটি একটি লোকাল বাতিল করা হয়েছে।
আরও দাবি করা হচ্ছিল, রবিবার ২১ জুলাইয়ের দিন নৈহাটি-ব্যান্ডেল চার জোড়া লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর দুই জোড়া, শিয়ালদা-শান্তিপুর দুই জোড়া, শিয়ালদা-রানাঘাট এক জোড়া, নৈহাটি-কল্যাণী সীমান্ত একটি, শিয়ালদা-কল্যাণী সীমান্ত দুই জোড়া এবং রানাঘাট- নৈহাটি এক জোড়া লোকাল বাতিল করা হয়েছে। লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত, বলে দাবি করা হচ্ছিল।
২১ জুলাই কলকাতায় শহিদ সমাবেশ-এ যোগ দেওয়ার জন্য বহু মানুষ ট্রেনের উপর নির্ভর করেন। ফলে এই দিন লোকাল বাতিল হলে অনেকেই সমস্যায় পড়বেন, সেই আশঙ্কাও করা হচ্ছিল। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা তুঙ্গে উঠেছিল। কিন্তু, সপ্তাহান্তে ট্রেন বাতিলের এই তথ্যে কোনও সত্যতা নেই, একটি ভিডিয়ো বার্তায় এমনটাই স্পষ্ট করলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
তিনি বলেন, 'আমরা শুনতে পাচ্ছি ২০ এবং ২১ জুলাই নাকি শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই রটে যাওয়া খবর সত্য নয়। শিয়ালদা ডিভিশনের কোনও ট্রেন ২০ এবং ২১ জুলাই বাতিল হচ্ছে না।' তিনি আরও বলেন, 'রবিবার (২১ জুলাই) অন্যান্য দিনে যে পরিষেবা দেওয়া হয় তা জারি থাকবে।'