• ২১ জুলাইয়ের সমাবেশে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?‌ জানুন হাওয়া অফিসের আপডেট...
    আজকাল | ২০ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ স্বয়ং মমতা ব্যানার্জিও একাধিকবার বলেছেন, ২১ জুলাই বৃষ্টি হবেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবার বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা। কারণ উপকূলের আরও কাছে চলে এসেছে নিম্নচাপ। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরে শনিবার থেকেই রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ–সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবারও বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 

    শনিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার শহিদ সমাবেশের দিন অবশ্য কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা ও হালকা বৃষ্টি হবে কলকাতায়। তবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই ২৪ পরগনা, ‌দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এদিকে, শনিবার উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবার অবধি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
  • Link to this news (আজকাল)