আজকাল ওয়েবডেস্ক: অবশেষে পুলিশের জালে জামালউদ্দিন সরদার। শুক্রবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোনারপুরের জামালউদ্দিন সরদারকে। গ্রেপ্তারের পর নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয় জামালকে। শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে জামালকে।
প্রসঙ্গত, গত ৭ জুলাই জামালের বিরুদ্ধে সালিশি সভার নামে এক মহিলার পায়ে শিকল বেঁধে মারধর করার অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে নেমে জামালের দুই সঙ্গীকে আটক করেছিল পুলিশ। আর জামাল গা ঢাকা দিয়েছিল। এদিকে, জামালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা। অবশেষে জামালকে পাকড়াও করল পুলিশ।