আজকাল ওয়েবডেস্ক: অবশেষে পুলিশের জালে জামালউদ্দিন সরদার। শুক্রবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোনারপুরের জামালউদ্দিন সরদারকে। গ্রেপ্তারের পর নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয় জামালকে। শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে জামালকে।
সূত্রের খবর, জামালের সাগরেদ হিসাবে পরিচিত বেশ কয়েকজনকে আটক করেছিল সোনারপুর থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই নিকট কয়েকজন আত্মীয়ের ফোন ট্যাপ করেছিল পুলিশ। কিন্তু মঙ্গলবার দুপুরের পর সেই মোবাইল ফোন ভাঙড়ের কাছে গিয়ে বন্ধ হয়ে যায়। সূত্র মারফত খবর পেয়ে সোনারপুর থানার সীমানা এলাকা থেকে জামালকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, গত ৭ জুলাই জামালের বিরুদ্ধে সালিশি সভার নামে এক মহিলার পায়ে শিকল বেঁধে মারধর করার অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে নেমে জামালের দুই সঙ্গীকে আটক করেছিল পুলিশ। আর জামাল গা ঢাকা দিয়েছিল। এদিকে, জামালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা। অবশেষে জামালকে পাকড়াও করল পুলিশ।