• নরডিশের সঙ্গে নয়া উদ্যোগ এসএনইউ-র
    আজকাল | ২০ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : ফের নয়া উদ্যোগ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির। নরডিশে এনার্জি সিস্টেমস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল এসএনইউ-র ‘উদ্যোগ’ বিভাগ। এবার থেকে এই দুই প্রতিষ্ঠান পরিবেশ বিষয়ে গবেষণা এবং উন্নতির ক্ষেত্রে একযোগে কাজ করবে। এসএনইউ-র রসায়ন বিভাগের পড়ুয়া, শিক্ষক সকলেই নরডিশের বিজ্ঞানীদের তত্ত্বাবধানে পরিবেশ উন্নয়নের নানা প্রযুক্তি এবং সামগ্রী নিয়ে যৌথভাবে কাজ করবে।

    এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএনইউ-র উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। ছিলেন এসএনইউ-র উদ্যোগ বিভাগের পড়ুয়ারা। যৌথ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে এসএনইউ নরডিশে টেকনোলজি ইনোভেশন সেন্টার। নরডিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁদের দুই কর্ণধার সব্যসাচী দাস এবং পৃর্থীজিৎ রায়।
  • Link to this news (আজকাল)