কাল একুশে জুলাই, শনিবারই রাস্তা থেকে ‘উধাও’ একাধিক বাস...
আজকাল | ২০ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কাল তৃণমূলের শহিদ দিবস। একুশে জুলাই। ধর্মতলায় হবে সমাবেশ। এবার একুশে জুলাই রবিবার পড়ায় নিত্যযাত্রীদের সমস্যা হয়ত হবে না। তবে শনিবার থেকেই শহর ও শহরতলির রাস্তা থেকে ‘উধাও’ একাধিক বাস।
লোকসভা নির্বাচনে তৃণমূল ভাল ফল করার পর এবার একুশে জুলাই নিয়ে কর্মী–সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মীরা আসতে শুরু করেছেন। তাদের নির্দিষ্ট শিবিরে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বাস। আর এর ফলেই শনিবার রাস্তায় বাসের সংখ্যা বেশ কম। শনিবার সকাল থেকেই কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশনে একাধিক বাস সারে সারে দাঁড়িয়ে রয়েছে। বাসগুলিকে নেওয়া হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিভিন্ন ক্যাম্পে পৌঁছে দেওয়ার জন্য।
শনিবার ভোরে উত্তরবঙ্গের একটি ট্রেন এসে পৌঁছয় কলকাতা স্টেশনে। দুপুরে আরও একটি ট্রেন আসবে এবং রাত্রে উত্তরবঙ্গ থেকে আরও একটি ট্রেন আসবে। যার ফলে ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে কলকাতা, হাওড়া, শিয়ালদহ স্টেশনে। যার বেশিরভাগই উত্তরবঙ্গ থেকে আসা কর্মী–সমর্থকরা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের একটা বড় অংশই আসবে বাসে। ফলে শনিবার সকাল থেকেই রাস্তায় ‘উধাও’ বাস।